সোমবার । জুন ১৬, ২০২৫ । ১২:২৭ পূর্বাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২৭ মে ২০১৬, ৫:৪৭ অপরাহ্ন
শেয়ার

জঙ্গিবাদে অর্থায়নে অভিযুক্ত সিঙ্গাপুরে আটক ৬ বাংলাদেশী


SIu1zzB7cweqজঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে গ্রেফতার ৬ বাংলাদেশী শ্রমিকের বিরুদ্ধে চার্জ গঠন করেছে সিঙ্গাপুর। শুক্রবার তাদের বিরুদ্ধে এই চার্জ গঠন করা হয় বলে জানিয়েছে সিঙ্গাপুরের গণমাধ্যম।

আটক ছয় বাংলাদেশী হচ্ছেন- মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), রুবেল মিয়া (২৬), দৌলতুজ্জামান (৩৪), মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার সোহেল (২৯)।

সিঙ্গাপুরে কর্মরত ওই ছয় বাংলাদেশী কর্মীর বিরুদ্ধে শুক্রবার এই অভিযোগ দায়ের করা হয়। গত মাসে ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট(আইএসএ)র অধীনে তাদের গ্রেফতার করে সিঙ্গাপুর পলিশ।

মার্চের শেষ এবং এপ্রিলের শুরুর দিকে তাদের গ্রেফতার করা হয়েছিলো। তারা নিজেদের ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি)এর সদস্য বলেই পরিচয় দেয়। এবং সরকারকে বিপদে ফেলতে দেশে ফিরে হামলার পরিকল্পনা ছিলো তাদের।

দেশে আইএস প্রতিষ্ঠাই উদ্দেশ্য ছিলো এই ছয় বাংলাদেশীর। এবং ইরাকও সিরিয়ার আইএসের মতো স্বঘোষিত খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিলো।

শুক্রবার ওই ছয়জনকে টেরোরিজম অ্যাক্টের অধীনে সন্ত্রাসবাদের জন্য টাকা সরবরাহ ও সংগ্রহের অভিযোগ দায়ের করা হয়।