Search
Close this search box.
Search
Close this search box.

তথ্যপ্রযুক্তি খাতে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ কোরিয়ার

অনলাইন প্রতিবেদক, ১৪ জানুয়ারী ২০১৩, সিউলঃ

বিজ্ঞান-প্রযুক্তি খাতে গবেষণা ও উন্নয়নে ৯২.৪ ট্রিলিয়ন উওন (৮০ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়া সরকার। আগামী পাঁচ বছরে ২০১৭ সাল পর্যন্ত এই বিনিয়োগ করা হবে। এবারের পাঁচ বছরের বাজেট প্রেসিডেন্ট লি সরকারের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি। প্রেসিডেন্ট লি’র সরকারের পাঁচ বছরের বাজেট ছিল ৬৮ ট্রিলিয়ন উওন। কোরিয়ার ন্যাশনাল সাইন্স এন্ড টেকনোলজি কাউন্সিলের এক সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

chardike-ad

nzFInoSnSJjTJcqOHhkEসভাশেষে প্রধানমন্ত্রী জোং বলেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাত কোরিয়ার অর্থনীতির চালিকাশক্তি। এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি আরো বলেন তথ্যপ্রযুক্তি খাতে এই বিনিয়োগের ফলে প্রায় ৬ লাখ ৪০ হাজার নতুন চাকরির সুযোগ সৃষ্টি হবে।

তথ্যপ্রযুক্তি খাতে এই বরাদ্দ বাস্তবায়নের জন্য ১০ জনের একটি সিভিলিয়ান কমিঠি গঠন করেছে কোরিয়ান সরকার। এই কমিঠিতে তথ্যপ্রুযক্তি খাতে বিনিয়োগকারী কোম্পানীর প্রধান, বিশ্ববিদ্যালয়ের প্রফেসরসহ বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া হয়।