বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৭ জুন ২০১৬, ১২:১২ অপরাহ্ন
শেয়ার

অলিম্পিকে ব্রাজিলের দায়িত্বে মিকালে


brazil coachকোপায় ব্যর্থতার পর দলের কোচর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে কার্লোস দুঙ্গাকে৷ তাঁর জায়গায় দায়িত্বে আনা হয়েছে টিটেকে৷ তবে আপাতত রিও ডি’ জেনেইরো অলিম্পিকে নেইমারদের কোচের দায়িত্ব পালন করবেন রজেরিও মিকালে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন তাদের ওয়েবসাইটে অলিম্পিকে মিকালেকে কোচের দায়িত্ব দেওয়ার কথা জানায়। ৪৭ বছর বয়সী মিকালে ২০১৫ সাল থেকে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব পালন করে আসছেন।

 অলিম্পিকে এখনও সোনা জিততে না পারা ব্রাজিল এবারের প্রতিযোগিতার চূড়ান্ত দল আগামী ২৯ জুন ঘোষণা করবে। জাপানের বিপক্ষে ৩০ জুলাই প্রীতি ম্যাচ দিয়ে নেইমাররা তাদের রিও অলিম্পিকের প্রস্তুতি শুরু করবে।