Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার রফতানি বেড়েছে

economy-2016দক্ষিণ কোরিয়ায় এক বছর আগের তুলনায় এ বছর মে মাসে রফতানির পরিমাণ বেড়েছে। বিশ্বব্যাপী তেলের পড়তি দাম সত্ত্বেও গত মাসে রফতানি ৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে। কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে। খবর সিনহুয়া।

ব্যাংক অব কোরিয়ার (বিওকে) পরিসংখ্যান অনুসারে, মে মাসে এক্সপোর্ট ভলিউম ইনডেক্স দাঁড়িয়েছে ১৩৬ দশমিক ৪৮ পয়েন্টে, যা এক বছর আগের চেয়ে ৫ দশমিক ৮ শতাংশ এবং এপ্রিলের চেয়ে ১ শতাংশ বেশি। এপ্রিলে দেশটির রফতানি ৩ দশমিক ৩ শতাংশ কমার পর গত মাসে খাতটি ঘুরে দাঁড়িয়েছে।

chardike-ad

রাসায়নিক দ্রব্যের রফতানি বেড়েছে ২৩ দশমিক ৬ শতাংশ। এছাড়া খামার পণ্য রফতানি বেড়েছে ২১ দশমিক ৪ শতাংশ, ধাতব পণ্য ১৬ দশমিক ৬ শতাংশ ও ইলেকট্রনিকস যন্ত্রাংশ রফতানি বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। ইমপোর্ট ভলিউম ইনডেক্স বার্ষিক হিসেবে বেড়েছে ২ দশমিক ২ শতাংশ।