Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপ নিশানের

1910352016-04-30_3_603572কাশকাই মডেলের স্পোর্ট ইউটিলিটি ভেহিকলের (এসইউভি) নিঃসরণ জালিয়াতি নিয়ে দক্ষিণ কোরিয়া সরকার ও জাপানি গাড়ি নির্মাতা নিশানের মধ্যকার দ্বন্দ্ব আরো জোরালো হলো। সরকারের অভিযোগ, দক্ষিণ কোরিয়ায় বিক্রীত গাড়িগুলোয় এমন যন্ত্রাংশ ব্যবহার করেছে নিশান, যার মাধ্যমে ক্ষতিকর গ্যাস নিঃসরণের প্রকৃত মাত্রা লুকানো সম্ভব হয়। তবে সরকারের এমন দাবি নাকচ করে দিয়ে উল্টো মন্ত্রণালয়ের বিরুদ্ধেই একটি মামলা করেছে জাপানি প্রতিষ্ঠানটির দক্ষিণ কোরীয় ইউনিট। খবর ইকোনমিক টাইমস।

চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়ার বাজারে ত্রুটিপূর্ণ যন্ত্রাংশযুক্ত কয়েকশ কাশকাই এসইউভি বিক্রির দায়ে নিশানকে ২ লাখ ৯০ হাজার ১২২ ডলার জরিমানা করে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। এছাড়া মন্ত্রণালয় প্রতিষ্ঠানটিকে ৮০০টির বেশি কাশকাই গাড়ি প্রত্যাহার করে নিতে আদেশ দেয়। পাশাপাশি নিশানের কোরিয়ার প্রধান তাকিহিকো কিকুচির বিরুদ্ধে নিঃসরণ আইন লঙ্ঘনের অভিযোগ আনতে কৌঁসুলিদের নির্দেশ দেয়া হয়।

chardike-ad

গতকাল নিশান কোরিয়া জানিয়েছে, মন্ত্রণালয়ের অভিযোগের ব্যাপারে যুক্ততর্ক উপস্থাপন এবং এটি বাতিল করার লক্ষ্যে সিউল অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে একটি মামলা করা হয়েছে। মন্ত্রণালয়ের বিরুদ্ধে পাল্টা আইনি ব্যবস্থা নিলেও প্রতিষ্ঠানটি কিন্তু জরিমানার অর্থ ঠিকই পুরোপুরি পরিশোধ করেছে। নিশান কোরিয়ার একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের তৈরি কোনো গাড়িতে আমরা ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ ব্যবহার করিনি। নিজেদের অবস্থানে আমরা অটল রয়েছি।’

এদিকে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা বলেছেন, ‘মন্ত্রণালয় সঠিক সিদ্ধান্তই নিয়েছে। নিশান এরই মধ্যে স্বীকার করেছে যে, দক্ষিণ কোরিয়ায় বিক্রি হওয়া কাশকাই মডেলের গাড়িগুলোর কিছু কারিগরি ত্রুটি রয়েছে, যেগুলোর ব্যাপারে সিদ্ধান্তে আসা দরকার।’