Search
Close this search box.
Search
Close this search box.

বাগদাদে আইএসের বোমা হামলায় ৭৫ জন নিহত

iraqইরাকের পুলিশ বলছে, বাগদাদে একটি বিস্ফোরণে অন্তত ৭৫ জন নিহত হয়েছে।
আহত হয়েছে ১৩০ জনের বেশি লোক।
তথাকথিত ইসলামিক স্টেট গ্রুপ এই হামলাটি চালিয়েছে বলে দাবি করছে।
শনিবার রাতে রাজধানীর কানাডায় বাণিজ্যিক এলাকায় একটি রেস্তোরাঁর সামনে একটি গাড়ি বোমার মাধ্যমে এই হামলা চালানো হয়।
রমজান উপলক্ষে ইফতার পরবর্তী ওই সময়টিতে রাস্তায় প্রচুর মানুষের চলাচল করছিল।
পরের দিকে রাজধানীর উত্তরাঞ্চলে দ্বিতীয় আরেকটি বোমা বিস্ফোরিত হয়।
শিয়া প্রধান এলাকায় ওই হামলাটিতে আরো ৫ জন নিহত হয়।
চলতি বছরে এটি ছিল ইরাকে সবচাইতে প্রাণঘাতী জঙ্গি হামলা।
মাত্র এক সপ্তাহ আগেই আইএসের হাত থেকে ফালুুজা পুনর্দখল করে নেয়া ইরাকের নিরাপত্তা বাহিনী।
কর্তৃপক্ষ বলে আসছিল, বাগদাদে হামলা চালানোর ঘাঁটি হিসেবে এতদিন ফালুুজাকে ব্যাবহার করে আসছিল আইএস।
গতরাতের হামলায় যে গাড়িটি ব্যাবহার করা হয় সেটি ছিল মূলত একটি রেফ্রিজারেটর ভ্যান এবং খবরে বলা হচ্ছে ভ্যানটির ফ্রিজার অংশ বিস্ফোরক দিয়ে পূর্ণ ছিল।
হামলায় নিহতদের একটি বড় অংশই শিশু।
বিস্ফোরণের পর প্রধান সড়কে বিরাট অগ্নিকা-ের সূত্রপাত হয়।
এতে বেশ কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
রবিবার সকালে প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে ক্রুদ্ধ জনতার রোষানলে পড়েন।
আইএস এখনো ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিরাট এলাকা দখলে রেখেছে।