Search
Close this search box.
Search
Close this search box.

দ. কোরিয়ায় এক ব্যক্তির মাধ্যমেই ছড়িয়ে পড়ে মার্স ভাইরাস

2016-07-09_3_5063দক্ষিণ কোরিয়ার একটি জনাকীর্ণ জরুরি কক্ষে ২০১৫ সালে এক রোগীর মাধ্যমেই ৮২ জনের দেহে মার্স ভাইরাস সংক্রমিত হয়।শনিবার প্রকাশিত একটি বৈজ্ঞানিক তদন্তে একথা বলা হয়েছে।খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যান্সেটে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে,দক্ষিণ কোরিয়ায় প্রাণঘাতী মিডল ইস্টার্ন রেসপাইরেটোরি সিনড্রোম (মার্স) ভাইরাসের তথ্য প্রকাশ করেছে। দেশটিতে ১৮৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে প্রায় ৪০ জন প্রাণ হারিয়েছে।
স্যামসাং মেডিকেল সেন্টারের মুখপাত্র ডু রেইয়োন চাং ও ইয়াই-জিন কিম বলেছেন,‘এই গবেষণা প্রতিবেদনটিই একটি হাসপাতাল থেকে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম দলিল।’
তারা আরো বলেন,‘আমাদের এই গবেষণা দেখিয়েছে একটি জনাকীর্ণ জরুরি কক্ষে মার্স ভাইরাসে আক্রান্ত একজন রোগী থেকে ভাইরাসটির সংক্রমণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’