Search
Close this search box.
Search
Close this search box.

ট্রলার ডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৯

norshingdhiনরসিংদীর রায়পুরা উপজেলায় আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবিতে নিহতের সংখ্যা বেড়ে নয় জন হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরো অন্তত ১৭ জন।

নিহতরা হলেন- বিবি মালদারের নেছা (৮০), ইয়াছিন মিয়া (৭), সুমাইয়া (৫), ফুলেছা (৫০), রাকিব (১৫), মার্জিয়া (৩), জেরিন (৮), সম্রাট ও মালা বেগম।

chardike-ad
 শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম জানান, এ পর্যন্ত আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকিদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ওসি সাংবাদিকদের আরো বলেন, ট্রলারটি যাত্রীবোঝাই করে একটি মাজারে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার।

তবে নরসিংদীর জেলা প্রশাসক মোরশেদ জামান তার ফেসবুক পেজে জানিয়েছেন, নৌকাডুবির পর যাত্রীদের বেশির ভাগই সাঁতরে পাড়ে উঠে আসেন। এ ছাড়া স্থানীয়রাও উদ্ধারকাজে অংশ নেয়। এ সময় মোট নয়জনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

নিহতদের প্রত্যেকের পরিবারকে মাথাপিছু পাঁচ হাজার টাকা ও ২০ কেজি করে চাল অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।