Search
Close this search box.
Search
Close this search box.

এবার রাশিয়ায় সাইবার হামলা

rasiaরাশিয়ার কয়েকটি সরকারি প্রতিষ্ঠান পেশাদার হ্যাকারদের সাইবার হামলার শিকার হয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থা এ তথ্য জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার ২০টি সংস্থার নেটওয়ার্কে ‘সাইবার স্পাইং ভাইরাস’ পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)।

chardike-ad

এর আগে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি এবং হিলারি ক্লিনটনের প্রচারে বড় ধরনের সাইবার হামলার খবর প্রকাশ হয় এবং এসব হামলার জন্য রাশিয়াকে দায়ী করা হয়।

খবরে বলা হয়, রাশিয়ার সরকারের হয়ে কাজ করছে এমন এজেন্টরা ডেমোক্রেটিক পার্টি এবং হিলারি ক্লিনটনের প্রচারের ওপর সাইবার হামলা চালিয়েছে বলে মার্কিন কর্তৃপক্ষ ধারণা করছে।

ওই হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। এর পরই রুশ গোয়েন্দা সংস্থা সে দেশের সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার খবর জানাল।

রাশিয়ার নেটওয়ার্কের ওপর সাইবার হামলায় কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে কিছু জানায়নি এফএসবি। তবে সংস্থাটি জানিয়েছে, এই সাইবার হামলা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিকল্পিতভাবে চালানো হয়েছে।