Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় শোক দিবস পালিত

al amin mridha 2যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদের ৮১ দিনের মাথায় বাংলাদেশ ছেড়ে পালিয়ে বাঁচতে হয়েছিল। তাঁদের পরবর্তী সরকার তাঁদের বিচার বন্ধ করে রেখেছিল। কিন্তু যখন আবার বঙ্গবন্ধুর আদর্শের সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাঁদের বিচার হয়েছে। যারা আরেকটি ১৫ আগস্টের কথা বলেন তারা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেন। দক্ষিণ কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যাগে আজ জাতীয় শোক দিবসের আলোচনা সভায় রাষ্ট্রদূত জুলফিকার রহমান এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর ৪১ তম শাহাদাতবার্ষিকী এবং শোকদিবস উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব জাহিদুল ইসলাম ভুঁইয়া, কাউন্সিলর রুহুল আমিন। বক্তব্য রাখেন বিভিন্ন কমিউনিটি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

chardike-ad

অনুষ্ঠানে কোরিয়ার বিভিন্ন এলাকা থেকে ছাত্র, ব্যবসায়ী, ইপিএস কর্মীসহ সকল স্তরের প্রবাসীরা অংশ নেন। উক্ত অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা সভা ছাড়াও কবিতা প্রতিযোগীতা, ছোটদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।15 august