Search
Close this search box.
Search
Close this search box.

রেলের উন্নয়নে ২০ কোটি ডলার দিচ্ছে এডিবি

ADB_Logo

বাংলাদেশ রেলওয়ের যাত্রী ও পণ্য পরিবহন ক্ষমতা বাড়ানোর মাধ্যমে এর আধুনিকায়নের জন্য এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০ কোটি ডলার সহায়তা দেবে। রেলওয়ে ‘রোলিং স্টক প্রজেক্টে’র আওতায় এ ঋণ প্রদান করবে এডিবি।

chardike-ad

আগামী ২৮ সেপ্টেম্বর সরকার ও এডিবি’র মধ্যে অর্থায়নের দীর্ঘমেয়াদী এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর ও আবাসিক মিশন প্রধান কাজুহিকো হিগুচি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন।

শনিবার এ খবর দিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস।

প্রকল্পের তথ্য-উপাত্ত অনুযায়ী এই অর্থ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-খুলনার মতো প্রধান প্রধান রেল রুটের পরিবহন সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

সূত্র অনুযায়ী এডিবি’র এ ঋণ দিয়ে বাংলাদেশ রেলওয়ে ২৬৪টি যাত্রীকোচ, মিটার গেজ মেইন লাইন নেটওয়ার্কের জন্য ১০টি ডিজেল ইলেক্ট্রিক লোকোমোটিভ, ৪টি রিলিফ ক্রেন, ২টি ট্রেন ওয়াশিং প্লান্ট এবং লোকোমাস্টার প্রশিক্ষণের জন্য একটি সিমুলেটর ক্রয় করবে।
সূত্র আরো জানায়, এডিবির আর্থিক সহায়তার বাইরে সরকারও তার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের জন্য অতিরিক্ত অর্থ সহায়তা দেবে।