Search
Close this search box.
Search
Close this search box.

জাপানে ক্ষমতাসীন জোটের নির্বাচনী সাফল্য

অনলাইন প্রতিবেদক, ২২ জুলাই ২০১৩:

জাপানের ক্ষমতাসীন জোট দেশের অর্থনীতি পুনরুদ্ধারে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছে। সপ্তাহান্তে উচ্চকক্ষের নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্টতা পাওয়ার পর সোমবার এ অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।জোট নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও এর শরিক দল নিউ কোমেইতোর জয় সরকারের অর্থনীতির প্রতি জনসমর্থনের কথাই প্রমাণ করেছে।
image_54435
উচ্চকক্ষের নির্বাচনে বিপুল বিজয়ের মধ্য দিয়ে ২০১৬ সাল পর্যন্ত পার্লামেন্টের উভয় কক্ষে ক্ষমতাসীন জোটের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হল। এর ফলে গত দুই দশকের অর্থনৈতিক মন্দাভাব কাটাতে অ্যাবের গঠনমূলক সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের পথ প্রশস্ত হল। উচ্চকক্ষের ২শ’ ৪২ আসনের মধ্যে ক্ষমতাসীন জোটের এখন আসন সংখ্যা গিয়ে দাঁড়াল ১৩৫।
উচ্চকক্ষে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের আসন সংখ্যা মাত্র ৫৯।

chardike-ad

সংবাদ সংস্থা কিয়োডোর খবরে বলা হয়, উচ্চকক্ষের নির্বাচনে মাত্র ৫২ দশমিক ৬০ শতাংশ ভোট পড়েছে। উচ্চকক্ষের মোট আসনের অর্ধেক আসনে রোববার নির্বাচন হয়েছে। প্রতি তিন বছর পরপর উচ্চকক্ষের মোট আসনের অর্ধেক আসনে নির্বাচন হয়।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর এলডিপি মহাসচিব শাইগেরু ইশিবা বলেন, ‘সত্যিই বলছি, নির্বাচনের ফলে আমরা খুবই খুশি।’

তিনি বলেন, ‘জয়ের ফলে উভয় কক্ষে ক্ষমতাসীন জোটের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হল। এটা দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। সূত্রঃ বাসস