স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যে উচ্চক্ষমতাসম্পন্ন রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দূরপাল্লার ব্যালাস্টিক মিসাইল কার্যক্রমের বিষয়ে পরীক্ষাটি তাদের আরো একধাপ এগিয়ে নিলো, যা বিশ্বক্ষমতাধরদের জন্য ফের উদ্বেগের।
এদিকে সফল পরীক্ষার পর দেশটির নেতা কি জং উন ‘যত দ্রুত সম্ভব স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়ায় জন্য’ বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের বলেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদসংস্থা কেসিএনএ।
আর রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা উত্তর কোরিয়ার পরবর্তী দূর-পাল্লার রকেট উৎক্ষেপণের ইঙ্গিত বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
গত ৯ সেপ্টেম্বর দেশটির নর্থ হ্যামগিয়ং প্রদেশের কিলজু কাউন্টি শহরের পাংগুইরি নামে স্থানে পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা চালায় দেশটি। যার শক্তিতে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
এরপর দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সর্তক করে বলে, যেকোনো সময় ফের পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া।
২০০৬ সালের অক্টোবরে সর্বপ্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর পর চলতি বছরের জানুয়ারিতে চতুর্থ পারমাণবিক পরীক্ষাটি চালায় উত্তর কোরিয়া।