বুধবার । জুলাই ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২১ সেপ্টেম্বর ২০১৬, ৬:৫৯ অপরাহ্ন
শেয়ার

অবৈধ অভিবাসীদের ক্ষমার সময় বাড়ালো কোরিয়া


illegalশাস্তি ছাড়া অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় কোরিয়া ত্যাগের সময় বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় কোরিয়া ত্যাগ করলে পূনরায় কোরিয়ায় প্রবেশের সুযোগ পাবে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীরা। এই সুযোগ দিয়ে গত এপ্রিলে বিজ্ঞপ্তি জারি করেছিল কোরিয়ার বিচার মন্ত্রণালয়। যা শেষ হওয়ার কথা ছিল এই মাসের ৩০ তারিখ।

কোরিয়ার বিচার মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় কোরিয়া ছেড়ে গেলে ইপিএস সিস্টেমে পরীক্ষার মাধ্যমে পুনরায় কোরিয়ায় প্রবেশের সুযোগ দেয়া হবে। গত এপ্রিলে এই সুযোগ দেওয়ার পর ২৮ হাজার অবৈধ অভিবাসী কোরিয়া ত্যাগ করেছে। মন্ত্রণালয় এটিকে বড় সাফল্য হিসেবে বিবেচনা করে সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বাড়ালো।

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই সময়ের মধ্যে কেউ কোরিয়া ত্যাগ না করলে পরবর্তীতে আর কোরিয়ায় প্রবেশের সুযোগ দেয়া হবে না। তবে স্বেচ্ছায় গমনকারীকে অবশ্যই প্রস্থানের সময় অভিবাসী সেন্টারে রিপোর্টে করে যেতে হবে।

 

arif azad

মোহাম্মদ আরিফ আজাদ, কোরিয়া টাইমস অবলম্বনে।