Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরীয় জাহাজে মিগ ফাইটার জেট

অনলাইন প্রতিবেদক, ২২ জুলাই ২০১৩:

১৫ জুলাই আটকের পর পানামার মানজালিনো বন্দরে নিয়ে আসা কোরীয় জাহাজ ‘চোন চোঙ গাং’-এ ক্ষেপণাস্ত্রের পর এবার মিগ ফাইটার জেট বিমান পাওয়া গেছে বলে জানিয়েছে পানামা কর্তৃপক্ষ। চিনির স্তূপের নিচে কন্টেইনারে করে লুকানো অবস্থায় আরো যুদ্ধাস্ত্র থাকতে পারে বলেও মনে করছে পানামা। এই অস্ত্র চালানে উত্তর কোরিয়ার ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন হয়েছে কিনা খতিয়ে দেখতে শিগগিরই পানামা যাবে জাতিসংঘ তদন্ত দল।

chardike-ad

image_35947_0মাদক পাচারের সন্দেহে আটক করা হলেও, কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসার মত চিনির স্তূপের নিচে লুকানো কন্টেইনারের ভেতর সন্ধান মেলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। এর দুদিন পরেই কিউবা থেকে উত্তর কোরিয়াগামী ওই জাহাজে দুটি মিগ-২১ যুদ্ধবিমান পাওয়ার কথা জানান পানামার প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেলি। ৫০ এর দশকের শেষ দিকে রাশিয়ায় তৈরি এই সুপারসনিক বিমানদুটি ছাড়াও র‌্যাডার সিস্টেমও পাওয়া গেছে জাহাজটিতে।

এখন পর্যন্ত সন্ধান পাওয়া কন্টেইনারের মধ্যে ৭টি খোলা হয়েছে। পানামার প্রেসিডেন্ট জানিয়েছেন চিনির নিচে আরো কন্টেইনার লুকানো থাকতে পারে।

পানামার প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেলি বলেন, ‘মিগ-২১, বিমান বিধ্বংসী ব্যবস্থা ছাড়াও আরো কিছু জিনিসপত্র পেয়েছি। ২৭টি কন্টেইনার আমরা পেয়েছি। একটার পর একটা খোলা হচ্ছে এবং সেসবের মধ্য থেকে এসব জিনিসপত্র বেরিয়ে আসছে।’

কিউবা এরই মধ্যে ওই জাহাজে মিগ-২১ সহ অন্যান্য যুদ্ধ সরঞ্জাম থাকার কথা স্বীকার করেছে। তবে তারা দাবি করেছে সেগুলো অচল সরঞ্জাম, মেরামত করিয়ে আনার জন্যে উত্তর কোরিয়ায় পাঠানো হচ্ছিল। সুত্রঃ ঢাকা রিপোর্ট ২৪.কম