Search
Close this search box.
Search
Close this search box.

কেসং নিয়ে দুই কোরিয়ার ফের আলোচনা

অনলাইন প্রতিবেদক, ২৬ জুলাই ২০১৩:

উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী যৌথ শিল্পাঞ্চল কেসং পুনরায় চালু করতে বৃহস্পতিবার তাদের মধ্যে পুনরায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই কোরিয়ার মধ্যকার সর্বশেষ শান্তির এই প্রতীক চিরতরে বন্ধ হয়ে যাওয়ার আশংকার মধ্যে এ বৈঠক হলো।

chardike-ad

শিল্পাঞ্চলটি চালু করতে উভয় দেশের কর্মকর্তারা এ পর্যন্ত পাঁচবার বৈঠক করেছেন। তবে প্রতিবারই সংকীর্ণ মতপার্থক্যের কারণে আলোচনা ব্যর্থ হয়েছে।

119375উ. কোরিয়ার কেসং এলাকায় দ. কোরিয়ার অর্থায়নে এ শিল্পাঞ্চলটি গত এপ্রিল থেকে বন্ধ রয়েছে।

কেসং নিয়ে আলোচনার শুরুতে সিউলের প্রতিনিধি দলের প্রধান কিম কি-অং বলেন, ‘প্রবাদ আছে, পথের শেষে পাহাড়-নদী আছে। আর এই প্রবাদটিতে আমাদের প্রকৃত অবস্থা ফুটে উঠেছে।’

উ. কোরিয়ার প্রধান আলোচক পাক চোল-সু বলেন, ‘আমরা সবসময় সুন্দর সুন্দর কথা দিয়ে শুরু করি। তবে শেষ করি মন্দ ফল নিয়ে।’

কেসং চালু করতে বৃহস্পতিবারের আলোচনাকে শেষ সুযোগ হিসেবে দেখছেন অনেকে। তাদের মতে, আগামী মাসে দুই কোরিয়ার মাঝে উত্তেজনা আরো বৃদ্ধি পেতে পারে। কারণ, সে সময় দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ সামরিক মহড়া চালানোর কথা রয়েছে। সূত্র: নতুনবার্তা