Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় ৪র্থ প্রজন্মের মোবাইল ফোন গ্রাহক ২ কোটি ৩০ লাখ

অনলাইন প্রতিবেদক, ২৮ জুলাই ২০১৩:

দক্ষিণ কোরিয়ায় চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক লং টার্ম ইভোলুশ্যানের (এলটিই) গ্রাহক সংখ্যা জুন মাস পর্যন্ত ২ কোটি ৩০ লক্ষ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

chardike-ad

সায়েন্স, ক্রিয়েটিভ এন্ড ফিউচার প্ল্যানিং মন্ত্রণালয়ের ওই তথ্য বিবরণীতে জানানো হয়, জুন মাসের শেষ নাগাদ সর্বমোট ২ কোটি ২৯ লাখ মানুষ এলটিই সেবায় নিবন্ধিত হয়েছেন যা কিনা কোরিয়ায় বর্তমান মোবাইল ফোন গ্রাহক সংখ্যার ৪০.৮ শতাংশ। কেবল জুন মাসেই সেবাটির জন্য নিবন্ধন করেছেন ২১ লক্ষ ৯০ হাজার মোবাইল গ্রাহক। উল্লেখ্য, কোরিয়ায় এলটিই সেবা চালু হয় ২০১১ সালের জুলাই মাসে।

imagesমোবাইল অপারেটরগুলোর মধ্যে কোরিয়ার শীর্ষস্থানীয় এসকে টেলিকমের ১ কোটি দশ লাখ, কেটি কর্পোরেশনের ৬০ লক্ষ ও এলজি ইউপ্লাসের ৫৮ লক্ষ ৯০ হাজার গ্রাহক এখন পর্যন্ত এলটিই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হয়েছেন।
মন্ত্রনালয়ের ওই তথ্য বিবরণীতে আরও জানানো হয়, জুন মাসে থ্রিজি নেটওয়ার্কের গ্রাহক সংখ্যা ২ কোটি ২৭ থেকে ৬ লাখ কমে কমে ২ কোটি ২১ লাখে নেমে এসেছে।

এদিকে, মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটরদের (এমভিএনওস) গ্রাহক সংখ্যা এ মাসেই ২০ লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এসব অপারেটররা বিদ্যমান মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানসমূহের কাছ থেকে পাইকারি দরে নেটওয়ার্ক ধার করে বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে বিভিন্ন সেবা দিয়ে থাকে।