Search
Close this search box.
Search
Close this search box.

রেকর্ড মুনাফা স্যামসাংয়ের

সিউল, ২৮ জুলাই ২০১৩:

গত বছরের জুন প্রান্তিকের চেয়ে এবার ৫০ শতাংশ লাভ বেড়েছে স্যামসাংয়ের, যার পরিমাণ প্রায় সাত হাজার কোটি ডলার। ইলেক্ট্রনিক্স জায়ান্ট স্যামসাং এ প্রান্তিকে রেকর্ড পরিমাণ মুনাফা অর্জনের ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্যামসাংয়ের বিভিন্ন স্মার্টফোনের ক্রমবর্ধমান বিক্রি ও ডিসপ্লে প্যানেল ব্যবসায় লাভের কারণে প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে।

chardike-ad

এপ্রিল থেকে জুন প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট লাভ হয়েছে প্রায় সাত হাজার কোটি ডলার। গত বছরের একই সময়ের চেয়ে এবার লাভ ৫০ শতাংশ বেড়েছে প্রতিষ্ঠানটির।

Samsung_NewsLogo_2স্যামসাং জানিয়েছে, এ সময় গ্যালাক্সি এস৪-এর মতো নতুন মডেল আনার ফলে স্মার্টফোন বিক্রি বেড়েছে।

স্যামসাংয়ের বিক্রি ও মুনাফা বাড়ার পাশাপাশি মোবাইল ফোনের বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করল প্রতিষ্ঠানটি। সম্প্রতি নোকিয়াকে পেছনে ফেলে বিশ্বের বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছে স্যামসাং।

তবে ভবিষ্যতে স্মার্টফোনের ব্যবসা কমে গেলে স্যামসাংয়ের মুনাফাও কমে যেতে পারে। বিশেষ করে চীনে তৈরি বিভিন্ন কমদামের স্মার্টফোনের কারণে অ্যান্ড্রয়েড ফোনের বাজার ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। সুত্রঃ বিডিনিউজ২৪.কম