Search
Close this search box.
Search
Close this search box.

পাকিস্তানের দাবি শতভাগ রাবিশ : অর্থমন্ত্রী

muhit

বাংলাদেশের কাছে পাকিস্তানের ৭০০ কোটি টাকা পাওনার দাবির জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘তাদের এ দাবি টোটালি রাবিশ। আমি যে রাবিশ শব্দটি বলি- এটা এখানে (পাকিস্তানের দাবির ক্ষেত্রে) শতভাগ প্রযোজ্য। তাদের এ দাবি ননসেন্স।’আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

chardike-ad

প্রসঙ্গত, পাকিস্তান বাংলাদেশের কাছে ৭০০ কোটি টাকা পাবে বলে পাকিস্তান সরকারের বরাত দিয়ে ওই দেশের একটি পত্রিকা খবর প্রকাশ করে। ওই পত্রিকার বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম ওই খবর প্রকাশ করে।পাকিস্তান সরকারের এ দাবির প্রসঙ্গে অর্থমন্ত্রীর প্রতিক্রয়া জানতে চাইলে তিনি বলেন, ‘ওরা কিসের টাকা পাবে? আমরাই তো ওদের কাছে টাকা পাবে। তাদের এ দাবি টোটালি রাবিশ, ননসেন্স।’বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে তুলনা করার মতো পর্যায়ে এখন আমরা নেই। আমরা এখন অনেক ক্ষেত্রেই পাকিস্তানকে ছাড়িয়ে এগিয়ে গেছি।’পাকিস্তানের দাবির বিষয়ে এর আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদও প্রতিক্রিয়া জানিয়েছেন। গত বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের এ দাবি অগ্রহণযোগ্য। এর কোনো ভিত্তি নেই। আমরাই তাদের (পাকিস্তানের) কাছে টাকা পাব।’