Search
Close this search box.
Search
Close this search box.

২০১৭ সালে সরকারি ছুটি ২২ দিন

bangladesh-government

২০১৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে ২২ দিন।

chardike-ad

অনুমোদিত তালিকা অনুযায়ী, ওই ২২ দিনের মধ্যে বিশেষ ছুটি ৮ দিন আর সাধারণ ছুটি ১৪ দিন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকের বিষয়ে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।

সচিব জানান, ২২ দিন ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার পড়ে গেছে ১০ দিন। এর বাদে বাকি ১২ দিন ছুটি থাকবে।

সচিব আরো জানান, ২০১৬ সালে বার্ষিক ছুটি ছিল ১৮ দিন। এ বছর ৪ দিন ছুটি বেড়েছে।