cosmetics-ad

ইতালিতে তুষার ধসে নিহত ৩০

itali

ইতালিতে তুষার ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন৷ ২৪ ঘণ্টা আগেই ভূমিকম্পে দুলে উঠেছিল এই দেশটি৷ সেই কারণেই বুধবার থেকেই তুষার ধস নেমে আসে দেশটিতে৷ তাতেই চাপা পড়েছে সেখানকার একটি হোটল৷ সেই হোটেলের ভেতর আটকে পড়েছেন অনেকে৷ আশঙ্কা করা হচ্ছে তাদের অনেকেই এখন মৃত৷

ঘটনাস্থল মধ্য ইতালির ফারিন্দোলা শহর৷ এখানকার হোটেল রিগাওপিয়ানো হোটেলটি তুষারের নিচে চাপা পড়েছে৷ স্থানীয় প্রশাসন জানিয়েছে, হোটেলের ১০ জন রক্ষী ও ২০ জন কর্মীর কোনও হদিস পাওয়া যায়নি। ইতোমধ্যেই তাদের খোঁজে নেমে পড়েছেন উদ্ধারাকারীরা৷ সময় যত পার হচ্ছে ততই বাড়ছে মৃত্যু আশঙ্কা৷