krউত্তর কোরিয়া থেকে গোয়েন্দা তথ্য নিয়ে পালিয়ে আসা ব্যক্তিদের ৮ লাখ ৬০ হাজার ডলার পুরস্কার দেবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

এর আগে ঘোষিত পুরস্কারের পরিমাণ চার গুণ বাড়িয়ে নতুন এই টাকার অঙ্ক ঘোষণা করলো দক্ষিণ কোরিয়া। মানবপাচারকারীদের সাহায্যে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা বেশ ব্যয়বহুল একটি প্রক্রিয়া।
অস্ত্রসহ পালিয়ে আসলে সৈন্যদেরও পুরস্কার দেয়া হবে।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার একীভূতকরণ মন্ত্রণালয় বলছে, বিমান-ট্যাঙ্ক থেকে শুরু করে ছোট অস্ত্র নিয়ে আসলেও নানা মাত্রায় এই পুরস্কার দেয়া হবে।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা জানাচ্ছে, গুরুত্ব বিবেচনা করে এসব পুরস্কারের অর্থ দেয়া হবে।

গত ২০ বছরের মধ্যে এই প্রথম পুরস্কারের অর্থ বর্ধিত করলো দক্ষিণ কোরিয়া। এখনো পর্যন্ত এর জবাবে উত্তর কোরিয়া কোন পদক্ষেপ নেয়নি।

উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ব্যক্তিদের চীনের সীমান্ত অতিক্রম করতে হয় এবং ধরা পড়লে উত্তর কোরিয়ার ফেরত পাঠানোর আশঙ্কা থাকে।

দক্ষিণ কোরিয়ায় পৌছানোর জন্য অনেকে মানব পাচারকারীদের সাহায্য নিয়ে থাকে। দালালদেরকে এজন্য প্রচুর পরিমাণে অর্থ দিতে হয়।