Search
Close this search box.
Search
Close this search box.

চিপ নির্মাতা ডিভিশনের কল্যাণে মুনাফায় স্যামসাং

Samsung-van

নিজস্ব চিপ নির্মাতা ডিভিশনের কল্যাণে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফার ধারায় থাকবে স্যামসাং ইলেকট্রনিকস লিমিটেড। বিভিন্ন স্মার্টফোন ও সার্ভার নির্মাতা প্রতিষ্ঠানের কাছে স্যামসাংয়ের মেমোরি চিপের চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির গত প্রান্তিকের মুনাফা সাড়ে তিন বছরে সর্বোচ্চে দাঁড়াবে বলে থমসন রয়টার্সের এক সাম্প্রতিক জরিপ প্রতিবেদনে জানানো হয়। একই সঙ্গে পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস৮-এর বাজারজাত সফল হলে আগামী প্রান্তিকে এ মুনাফার ধারা আরো জোরালো হয়ে উঠবে বলে প্রতিবেদনে পূর্বাভাস দেয়া হয়েছে। খবর রয়টার্স। বাজার মূলধনের দিক থেকে এশিয়ার বৃহত্তম ব্যবসায়িক প্রতিষ্ঠান স্যামসাং। একই সঙ্গে বৈশ্বিক মেমোরি চিপ উত্পাদনের দিক থেকেও শীর্ষস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের শুরু থেকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মূল্য বেড়েছে প্রায় ১৭ শতাংশ। অন্যদিকে গ্যালাক্সি নোট ৭ বিপর্যয় সত্ত্বেও গত বছর প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। ১৮ বিশ্লেষককে সঙ্গে নিয়ে থমসন রয়টার্সের পরিচালিত ওই জরিপ প্রতিবেদনে উঠে আসে, চলতি বছরের প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের পরিচালন মুনাফা বেড়েছে ২০১৬ সালের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে প্রতিষ্ঠানটির মোট পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৯ লাখ ৪০ হাজার কোটি ওনে (৮৪৪ কোটি ডলার)। এর মধ্যে প্রতিষ্ঠানটির চিপ ডিভিশনের অবদান ৫ লাখ ৮০ হাজার কোটি ওন (৫১৪ কোটি ডলার)। এর আগে বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পরিচালন মুনাফা হয়েছিল ২০১৩ সালে। ওই সময় এ বাবদ রেকর্ড ১০ লাখ ২০ হাজার কোটি ওন মুনাফা করেছিল প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইস বাজারে আসছে ২১ এপ্রিল। বাজারে স্মার্টফোনের নতুন এ মডেলটির বিপণন সফল হবে বলে ধারণা করছে থমসন রয়টার্স। সেক্ষেত্রে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ দাঁড়াতে পারে রেকর্ড ১১ লাখ ৯০ হাজার কোটি ওনে। প্রতিষ্ঠানের কর্মী ও স্টেকহোল্ডারদের জন্য রাজস্ব আয়-সংক্রান্ত একটি নির্দেশিকা আগামীকাল শুক্রবার প্রকাশ করার কথা রয়েছে স্যামসাংয়ের। এর আগে গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বৈশ্বিক স্মার্টফোনের বাজারের শীর্ষস্থান হারায় স্যামসাং। ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস৭ প্রত্যাহারের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের কাছে এ অবস্থান হারায় প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি এস৮-এর মধ্য দিয়ে স্যামসাং এ অবস্থান পুনরুদ্ধার করবে বলে ধারণা করা হচ্ছে। বাজার বিশেষজ্ঞ ও স্যামসাংয়ের স্মার্টফোন বিভাগ-সংশ্লিষ্টরা মনে করছেন, গ্যালাক্সি এস৮ বাজারে ছাড়া হলে তা প্রতিষ্ঠানের যেকোনো স্মার্টফোন ডিভাইসের এক বছরে ব্যবসার হিসাবে রেকর্ড স্থাপন করতে যাচ্ছে।

chardike-ad