Search
Close this search box.
Search
Close this search box.

ট্রাম্পের খড়্গ এবার দ. কোরিয়ার ঘাড়ে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খড়্গ এবার দক্ষিণ কোরিয়ার ইস্পাত খাতের ঘাড়ে পড়েছে। ডাম্পিংয়ের অভিযোগে দক্ষিণ কোরিয়ার ইস্পাত পণ্যে নতুন শাস্তিমূলক শুল্কারোপ করেছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।

chardike-ad

গতকাল বুধবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়েছে, ‘মার্কিন শ্রমিক ও ব্যবসায়ীদের ক্ষতি করতে দক্ষিণ কোরিয়ার ইস্পাত প্রস্তুতকারকরা অন্যায্যরকম কম দামে নিজেদের পণ্য বিক্রি করছে।’

২০১৫ সালে মার্কিন কংগ্রেসের দেয়া ক্ষমতাবলে বাণিজ্য মন্ত্রণালয় নিজস্ব তথ্য-উপাত্তের ভিত্তিতে দক্ষিণ কোরিয়াকে ডাম্পিংয়ের জন্য অভিযুক্ত করেছে।

মার্কিন ঘোষণার প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের মেটালস অ্যান্ড কেমিক্যালস ডিভিশনের প্রধান কিম জং-চুল বলেছেন, ‘আমরা এখনো মার্কিন সিদ্ধান্ত খতিয়ে দেখছি।’

দক্ষিণ কোরিয়া কী ধরনের পাল্টা পদক্ষেপ নিতে পারে সে সম্পর্কে কোনো মন্তব্য করতে কিম জং-চুল অস্বীকৃতি জানান।

এর আগে যুক্তরাষ্ট্রের বারাক ওবামা প্রশাসন দক্ষিণ কোরিয়ার ইস্পাতের বিরুদ্ধে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছিল। কোরীয় ইস্পাত প্রস্তুতকারকরা ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য আদালত ও বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ বাণিজ্য কর্মকর্তা পদে কট্টরপন্থী আইনজীবী গিলবার্ট কাপলানকে নিয়োগ দিয়েছে। গতকাল বুধবার এ নিয়োগ ঘোষণা করা হয়।

গিলবার্ট কাপলান এর আগে রবার্ট লাইথিজারের সঙ্গে রোনাল্ড রিগ্যান প্রশাসনে কাজ করেছেন। আশির দশকে তিনি জাপানের চিপ বাজারে মার্কিন কোম্পানিগুলোর প্রবেশাধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।