Search
Close this search box.
Search
Close this search box.

রমজানে কর্মঘণ্টা কমাল আরব আমিরাত

uaeমধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান উপলক্ষ্যে সরকারি-বেসরকারি শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে। কর্মঘণ্টা কমিয়ে আনা হলেও মজুরি কেটে নেয়া হবে না শ্রমিকদের।

বুধবার দেশটির মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রণালয় কর্মঘণ্টা কমানোর এ ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় বলছে, রমজান মাসে বেসরকারি খাতে অফিসের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। কর্মঘণ্টা কমানো হলেও মজুরির ওপর কোনো প্রভাব পড়বে না।

chardike-ad

এর আগে মঙ্গলবার সরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রমজানে নতুন কর্মঘণ্টা ঘোষণা করা হয়। নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অফিস করবেন।