Search
Close this search box.
Search
Close this search box.

ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে ২ জনের মৃত্যু

moraঘূর্ণিঝড় মোরা’র আঘাতে কক্সবাজারের চকরিয়ায় দু’জনের মৃত্যু হয়েছে। একজন মসজিদ থেকে বের হওয়ার পর এবং আরেকজন ঘরের মধ্যেই গাছচাপা পড়ে মারা যান। মঙ্গলবার (৩০ মে) চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দীন চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত দু’জনের একজন চকরিয়ার ডুলাহাজরা সংরক্ষিত বনাঞ্চলের ডোমখালী মসজিদের ঈমাম রহমত উল্লাহ (৫৫)। তিনি সকাল ১০টার দিকে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফেরার সময় গাছ পড়ে মারা যান। অপরজন সায়রা খাতুন (৭০)। তিনি চকরিয়ার পূর্ব বড় ভেউলায় একটি ঝুপড়ি ঘরে থাকতেন। ঝড়ে কড়ই গাছ পড়ে মারা যান তিনি। পুলিশ খবর পেয়ে দু’জনের মরদেহ উদ্ধার করে বলেও জানান তিনি।

chardike-ad

১০ নম্বর বিপদ সংকেত দেখানো ঘূর্ণিঝড় মোরা ভোরের দিকে আঘাত হানে কক্সবাজার উপকূলীয় অঞ্চলে। তবে দুর্বল হয়ে যাওয়ায় আশঙ্কার চেয়ে ক্ষয়ক্ষতি কম হয়েছে।