Search
Close this search box.
Search
Close this search box.

সেপ্টেম্বরে ‘গ্যালাক্সি গিয়ার’

সিউল, ১৮ আগষ্ট ২০১৩:

স্যামসাংয়ের গ্যালাক্সি গিয়ার হাতঘড়ি দিয়ে স্মার্টফোনের মতোই কল করাসহ ইন্টারনেট ব্রাউজ ও ইমেইল আদান-প্রদান করা যাবে। আগামী মাসে অর্থাৎ এই সেপ্টেম্বরেই নানা সুবিধাযুক্ত এ হাতঘড়ি বাজারে উন্মুক্ত করবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং।

chardike-ad

52105c0ed2477-galaxy-gear-6স্যামসাং ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ৪ সেপ্টেম্বর গ্যালাক্সি গিয়ার নামে স্মার্টফোন সদৃশ এ হাতঘড়ি বাজারে আনতে পারে স্যামসাং। স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি সিরিজের নতুন পণ্য স্মার্ট হাতঘড়িতে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। ৪ সেপ্টেম্বর থেকে বার্লিনে অনুষ্ঠিতব্য আইএফএ কনজুমার ইলেকট্রনিকস মেলায় স্মার্ট হাতঘড়ি নিয়ে হাজির হবে এশিয়ার বৃহত্তম প্রতিষ্ঠানটি। বাজার গবেষকেরা স্মার্ট হাতঘড়ির বাজারকে সম্ভাবনাময় বলেই জানিয়েছেন। স্মার্টফোন, ট্যাবলেট আর টিভির পাশাপাশি পরিধেয় প্রযুক্তিপণ্য হিসেবে স্মার্ট হাতঘড়ির বাজার বাড়বে বলেও বাজার গবেষকেরা পূর্বাভাস দিয়েছেন। হাতঘড়ির বাজার এ বছর ৬০০ কোটি মার্কিন ডলার ছাড়াতে পারে বলেই তাঁদের ধারণা।

মার্কিন বাজার বিশ্লেষকেদের মতে, স্মার্ট হাতঘড়ির বাজারে স্যামসাংকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সনির সঙ্গে। এ ছাড়াও শিগগিরই স্মার্ট হাতঘড়ি বাজারে আনবে অ্যাপল। সেক্ষেত্রে স্যামসাংয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে অ্যাপলও বাজারে থাকবে। স্যামসাং সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গ্যালাক্সি গিয়ার স্মার্ট হাতঘড়িতে নমনীয় ডিসপ্লে ব্যবহূত হবে অর্থাত্ ডিসপ্লেটি বাঁকানো যাবে। ৪ সেপ্টেম্বর স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৩ ফ্যাবলেটটি ঘোষণার সঙ্গে স্মার্ট হাতঘড়ির ঘোষণাও আসতে পারে। সূত্রঃ প্রথম আলো