মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২১ অগাস্ট ২০১৩, ৭:৩৩ অপরাহ্ন
শেয়ার

দক্ষিণ কোরিয়ায় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১১ মিলিয়ন


শাহেদ মাহমুদ, ২১ আগষ্ট ২০১৩:

গত জুন মাস পর্যন্ত প্রায় ১ কোটি ১০ লাখ দক্ষিণ কোরিয়ান বিশ্বের সবচেয়ে বড় সোস্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার করেছে। যাদের মধ্যে প্রায় ৬৮ লাখ দিনে অন্তত একবার ফেসবুকে লগ ইন করেছে।
다운로드
ফেসবুক কোরিয়া জানিয়েছে, এ বছরের জুনে মাসিক ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১১ মিলিয়নে পৌঁছেছে। যাদের মধ্যে প্রায় এক কোটি যা শতকরা হিসেবে ৯০ ভাগ মোবাইল ডিভাইস থেকে ফেসবুক ব্যবহার করেছে বলেও জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, কোরিয়ান ভাষায় বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া থাকায় ফেসবুক প্রথমদিকে জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ফেসবুকের জনপ্রিয়তা ক্রমান্বয়ে বাড়ছে।