selfiসেলফি তুলতে গিয়ে চট্টগ্রামে প্রাইভেটকার দুর্ঘটনায় তিন ভাই নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে মহানগরীর হালিশহর থানার টোল রোডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকার মো. কামরুজ্জামানের আমেরিকা প্রবাসী দুই সন্তান প্রকৌশলী ইশাদ বিন জামান (২৯) ও জাওয়াদ বিন জামান (২৭) এবং তাদের ফুফাতো ভাই সাদমান আলম (২০)।

chardike-ad

হালিশহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বলেন, টোল রোড দিয়ে সেলফি তুলতে তুলতে দ্রুত গতিতে প্রাইভেটকার চালিয়ে আসার সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

এতে তিন ভাই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তারা।