Search
Close this search box.
Search
Close this search box.

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি বিমান অবরোধে মারা গেছে ১০ হাজার রোগী

yamen-patientইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ে বলেছে, সৌদি আরবের বিমান অবরোধের ফলে দেশটির প্রায় ১০ হাজার নিরীহ রোগী মর্মান্তিক ভাবে মারা গেছে। চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না পারার কারণে এ সব রোগীই মারা গেছে। ২০১৫ সালে মার্চ থেকে দেশটির বিরুদ্ধে বিমান অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরব।

ইয়েমেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল হাকিম আল-কুলানির বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম আজ(মঙ্গলবার) এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, সানা’র আন্তর্জাতিক বিমান বন্দরের বিরুদ্ধে সৌদি জোটের অব্যাহত অবরোধ, শত্রুতামূলক নিষেধাজ্ঞা এ সব মৃত্যুর কারণ হয়েছে।

chardike-ad

তিনি আরো বলেন, ইয়েমেন থেকে প্রতি বছর প্রায় ৭৫ হাজার রোগীর চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয়। ইয়েমেনের বেসামরিক মানুষের ওপর হামলা অব্যাহত রেখেছে সৌদি জোট এতে এ সব রোগী দেশের বাইরে যেতে পারছে না।

এ ছাড়া, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম ইয়েমেনে ঢুকতে দিচ্ছে না সৌদি নেতৃত্বাধীন জোট। দেশটিতে মহামারীর আকারে কলেরা দেখা দিয়েছে এবং এতে শতশত মানুষ বেঘোরে মারা গেছে বলে জানান তিনি।