Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়াকে থামাতে এবার মহড়ায় দক্ষিণ কোরিয়া

South-Koreaউত্তর কোরিয়াকে যেন থামানোই যাচ্ছে না। আন্তর্জাতিক জনমত উপেক্ষা করে একের পর এক অত্যাধুনিক মিসাইল পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। কিমকে থামাতে সর্বাধুনিক মার্কিন মিসাইল বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি সীমান্ত পেরিয়ে সে আয়োজনের ছবি তোলারও চেষ্টা চালিয়েছে উত্তর কোরিয়া। আর তাতেই ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া।

জানা গেছে, জাপানে তাকেশিমা নামে পরিচিত বিতর্কিত দোকাদো দ্বীপপুঞ্জে সামরিক মহড়া শুরু করেছে সিওল। বিশাল এই সামরিক মহড়া দুই দিন ধরে চলবে। এতে দ্বীপপুঞ্জকে বহির্শক্তির সম্ভাব্য হামলা থেকে রক্ষার অনুশীলন চালানো হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী। মহড়ায় সাত যুদ্ধজাহাজ এবং চার বিমান অংশ নিয়েছে।

chardike-ad

এছাড়া, মহড়ার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার মেরিন বাহিনী দ্বীপপুঞ্জে অবতরণের অনুশীলন চালাবে বলেও ধারণা করা হচ্ছে। প্রতি দু’বছর পর পর এ মহড়া অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ১৯৫৪ সাল থেকে এ দ্বীপপুঞ্জ শাসন করছে দক্ষিণ কোরিয়া এবং এর ওপর সিউলের সার্বভৌমত্বের প্রতিবাদ জানিয়ে আসছে জাপান।