Search
Close this search box.
Search
Close this search box.

দুই কোরিয়ার পরিবারগুলোর মিলনমেলা সেপ্টেম্বরের শেষ সপ্তাহে

সিউল, ২৫ আগষ্ট ২০১৩:

আগামী ২৫-৩০ সেপ্টেম্বর দুই কোরিয়ার বিভক্ত হয়ে যাওয়া পরিবারগুলোর মিলন হতে যাচ্ছে। দুই কোরিয়া ইতিমধ্যে এ ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে। গত তিন বছরে দুই কোরিয়ার পরিবারগুলোর সাক্ষাত এই প্রথম। কোরিয়া রেডক্রস দক্ষিণ কোরিয়ার থেকে সাক্ষাত পেতে আগ্রহীদের মধ্য থেকে ৫০০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরী করেছে। যা ক্রমান্বয়ে একশ জনের সংক্ষিপ্ত তালিকায় নিয়ে আসা হবে।

chardike-ad

১৯৫০ থেকে ১৯৫৩ সালের যুদ্ধের মধ্য দিয়ে কোরিয়া দক্ষিণ ও উত্তর কোরিয়ায় বিভক্ত হয়ে গিয়েছিল। ওই সময় অনেক পরিবারের একটি অংশ দক্ষিণে এবং আরেক অংশ উত্তর কোরিয়ায় ভাগ হয়ে যায়। দক্ষিণ কোরিয়া আলাদা হয়ে যাওয়া ওই পরিবারগুলোর এক হওয়ার একটি প্রস্তাব উত্থাপন করে।

119375সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে গত সপ্তাহে দুই কোরিয়ার বিভক্ত পরিবারগুলোর আবার মিলিত হওয়ার আহ্বান করেন। সম্প্রতি যৌথ উদ্যোগে একটি শিল্প কেন্দ্র উদ্বোধনে একমত হয়েছিল দুই কোরিয়া। এটি ছিল দু’দেশের মধ্যে উত্তেজনা নিরসনের সর্বশেষ পদক্ষেপ। এরপরই পার্ক বিভক্ত পরিবারগুলোর এক হওয়ার প্রস্তাব। এর আগে ২০১০ সালে দুই কোরিয়ার আলাদা পরিবারগুলো এক হয়েছিল।