
জঙ্গিবাদে সমর্থন ও এ সংক্রান্ত যেকোনো চুক্তি প্রত্যাহারে কাতারকে বাধ্য করতে পশ্চিমা বিশ্বের হস্তক্ষেপ চেয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী কাতারে পশ্চিমা বিশ্বের পর্যবেক্ষণ সংস্থার হস্তক্ষেপ জরুরি বলে মন্তব্য করেছেন।
ইরানকে সমর্থন ও জঙ্গি ইস্যুতে সম্প্রতি কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ৯ দেশ। এতে নেতৃত্ব দেয় সৌদি আরব। এই ৯ দেশের মধ্যে আমিরাতই বাইরের হস্তক্ষেপের কথা জানানো প্রথম দেশ।
পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার জারগাস বলেছেন, তাদের মিত্র সৌদি আরব, মিসর ও বাহরাইন। তারা কাতারকে বিশ্বাস করে না।
তিনি বলেন, তবে আমরা যদি কাতারকে পরিবর্তন হতে দেখি বা জঙ্গিদের সমর্থন ও অর্থায়ন বন্ধ করার প্রমাণ পাই, সংকট নিয়ে আলোচনা হতে পারে। তারপরও একটি পর্যবেক্ষণ ব্যবস্থার দরকার হবে।
তিনি বলেন, আমরা মনে করছি, একটা পর্যবেক্ষণ সংস্থা দরকার। এক্ষেত্রে আমাদের পশ্চিমা বন্ধুরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে বলে আশা করছি।’
আমিরাতের এই মন্ত্রী বলেন, কাতার যে জঙ্গিবাদে অর্থায়ন করছে না, মুসলিম ব্রাদারহুড সমর্থন করছে না, হামাস কিংবা আল কায়েদাকে সমর্থন করছে না; সেটা পর্যবেক্ষণ সংস্থা নিশ্চিত করবে।