Search
Close this search box.
Search
Close this search box.

কুয়েতে বাংলাদেশি মালিকানাধীন ১৫টি দোকানে আগুন

Fireপশু-পাখির খাবারের জন্য বিখ্যাত ও কুয়েতের সবচেয়ে বড় মার্কেট সুখ আলাফায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । সোমবার রাতে কুয়েতের জাহারা এলাকার সালমি রোডে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ও সুদান প্রবাসীর ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। সেখানে পশু-পাখির শুকনা খাদ্য থাকায় আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, খোলা মাঠে প্রচণ্ড গরম তাপ সঙ্গে সঙ্গে চারদিকে ছড়িয়ে পড়ে।

chardike-ad

পশু-পাখির খাদ্যের মধ্যে রয়েছে- হামছ, ফুল, আদেশ, ববশিম, খরতান, তেগিন, লুসেন, এনসুন ইত্যাদি। আগুনে এলাকার দুইটি বাকালা, পাঁচটি মিনি পিকআপ ও পশু-পাখির খাদ্যের বাংলাদেশি মালিকাধীন ১৫টি ও সুদান নাগরিকের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত।