
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদে হামলার পরিকল্পনা করেছিল সন্ত্রাসীরা। তবে তাদের পরিকল্পনা নস্যাত করে দিয়েছে সৌদি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ সদস্যসহ ১১ জন আহত হন। এ ঘটনায় এক নারীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আরব নিউজ
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, মক্কার গ্র্যান্ড মসজিদে হামলার প্রস্তুতি নিচ্ছিল এক আত্মঘাতী। মসজিদের প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত অভিযান চালানো হয়। ওই এলাকা ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সৌদির রাষ্ট্রীয় আল অ্যারাবিয়া টেলিভিশন থেকে বলা হয়, মক্কায় দুটি এবং জেদ্দায় একটি সন্ত্রাসী গ্রুপের সন্ধান পেয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সন্ত্রাসীদের প্রথম পরিকল্পনা বানচাল করা হয় মক্কায়। দ্বিতীয়টি এর প্রতিবেশী আজয়াত আল মাসাফিতে। আজয়াত আল মাসাফির একটি বাড়িতে ওই আত্মঘাতী লুকিয়ে ছিলেন।