Search
Close this search box.
Search
Close this search box.

সৌদি পণ্য বর্জন করছে কাতারের জনগণ

soudi-foodঅবরোধ আরোপের প্রতিবাদে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের পণ্য বর্জন করছে কাতারের জনগণ। এসব দেশের কোনো পণ্য নতুন করে কাতারে প্রবেশ না করলেও আগে আমদানিকৃত পণ্যগুলোও আর কিনছে না কাতারের মানুষ।

আল-আলম টিভি চ্যানেল জানিয়েছে, অবরোধ আরোপ হতে যাচ্ছে- এমন আশঙ্কায় কাতারের অনেক ব্যবসায়ী সৌদি আরব ও আরব আমিরাতের বিভিন্ন কোম্পানির উৎপাদিত বিপুল পরিমাণ পণ্য আমদানি করে মজুদ করেছিল। কিন্তু এখন এসব পণ্যের কোনো ক্রেতা নেই।

chardike-ad

কাতারের জনগণ ওই সব দেশের পণ্য কিনতে রাজি নন। বিশেষকরে সৌদি আরবের বিখ্যাত খাদ্য উৎপাদনকারী কোম্পানি আল-মারাই’র উৎপাদিত পণ্য এখনও কাতারের বিভিন্ন দোকানে শোভা পাচ্ছে। কিন্তু সেগুলো বিক্রি হচ্ছে না।

সৌদি ও আমিরাতি পণ্য বিক্রির জন্য বিশেষ ছাড় দেওয়া হলেও তাতে কাজ হচ্ছে না। এর ফলে বিপদে পড়েছে সৌদি ও আমিরাতি পণ্য মজুদকারী ব্যবসায়ীরা।

গত রমজানে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো কাতারে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়। এ অবস্থায় রমজান মাসে দেশটির বিপদে এগিয়ে আসে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও তুরস্ক। এ দু’টি দেশ থেকে এখন কাতারে শত শত টন খাদ্য সরবরাহ করা হচ্ছে।