Search
Close this search box.
Search
Close this search box.

কাতারে করোনায় ১৮ বাংলাদেশির মৃত্যু, মোট আক্রান্ত ১২ হাজার

qatar-bdকাতারে প্রাণঘাতী করোনাভাইরাসে ১২ হাজার প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ১৮ বাংলাদেশিসহ মারা গেছেন ১০৯ জন। এতবেশি বাংলাদেশি আক্রান্ত ও প্রবীণ এক কমিউনিটির নেতা মারা যাওয়ায় আতঙ্ক বিরাজ করছে প্রবাসীদের মাঝে।

২৮ লাখ জনসংখ্যার দেশটিতে ভাইরাসটিতে প্রায় ৯৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। পাশাপাশি সুস্থ হয়েছে ৭৬ হাজারের বেশি। বৃহস্পতিবার কাতারে বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

chardike-ad

কাতার বাংলাদেশ কমিউনিটি নেতা দিদারুল আলম আরজু বলেন, করোনার কারণে কর্মহীন প্রবাসীদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণকালে কমিউনিটির অনেক সিনিয়র নেতা আক্রান্ত হয়েছেন। এরই মাঝে আমাদের বাংলাদেশি কমিউনিটির এক প্রবীণ নেতা মারা গেছে। আমরা এতে শোকাহত।

কাতার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, দেশটিতে করোনায় আক্রান্ত ১২ হাজার বাংলাদেশির মধ্যে অনেকেই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। ১৮ জন বাংলাদেশি মারা যাওয়া সবাই শুধু করোনা সংক্রমণ না, যারা মারা যাচ্ছে তাদের অনেকেরই নানা সমস্যা ছিল। কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল বাকের মাতবরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এই দূতাবাস কর্মকর্তা।

কাতারে এখন পর্যন্ত ৩ লাখ ৪১ হাজারের বেশি মানুষের করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশটিতে বিভিন্ন পেশায় ৪ লাখ ১৬ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন।