কাতারের বিরুদ্ধে সৌদি জোটের অবরোধ শেষাবধি আরববিশ্বের নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ। মঙ্গলবার কুয়েতের পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেয়ার সময় তিনি এ ধরনের আশঙ্কা প্রকাশ করেন।
কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ জানান, কাতারের বিরুদ্ধে সৌদি জোটের অবরোধ উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। পতনের হাত থেকে উপসাগরীয় অঞ্চল বাঁচাতে আমরা উদ্যোগ গ্রহণ করছি। আরবদের শেষ দুর্গের পতন এ সংঘাতের কারণে ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং মুসলিম ব্রাদারহুড, আল কায়েদা, ইসলামিক স্টেট (আইএস) সহ জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন, অর্থায়ন ও লালন-পালনের অভিযোগে চলতি বছরের ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি জোট।
কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর দোহার সঙ্গে স্থলবন্দর, আকাশসীমা এবং সমুদ্রবন্দর বন্ধ করে দেয় সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। তবে বরাবরই সৌদি জোটের অভিযোগ অস্বীকার করে আসছে দোহা।