samsungওএলইডি বা অর্গানিক লাইট-এমিটিং ডায়োড তৈরিতে বড় অংকের বিনিয়োগ পরিকল্পনা নিয়েছে স্যামসাং। এর অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় বিশ্বের সবচেয়ে বড় ওএলইডি কারখানা নির্মাণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বাজারে ওএলইডি ডিসপ্লের ক্রমবর্ধমান চাহিদা ও পরবর্তী আইফোনসহ অন্য অ্যাপল ডিভাইসের জন্য ফ্লেক্সিবল বা নমনীয় ওএলইডি ডিসপ্লে সরবরাহের লক্ষ্যে উৎপাদন বাড়ানোর এ পরিকল্পনা প্রতিষ্ঠানটির। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

স্যামসাংয়ের সহযোগী প্রতিষ্ঠান স্যামসাং ডিসপ্লে। প্রতিষ্ঠানটি আল্ট্রা-ক্লিয়ার ডিসপ্লে উৎপাদনকে ভবিষ্যত্ বড় ব্যবসা হিসেবে দেখছে। বর্তমানে স্যামসাং ডিসপ্লে বৈশ্বিক ছোট ও মাঝারি আকৃতির ফ্লেক্সিবল ওএলইডি ডিসপ্লে বাজারের ৯৮ শতাংশ নিয়ন্ত্রণ করছে।

chardike-ad

কোরিয়ার ওয়েবসাইট ইটিনিউজের তথ্যমতে, স্যামসাং ডিসপ্লে চেওনিন ও আসান অঞ্চলে দুটি নতুন কারখানা স্থাপন করবে। কারখানা দুটির অবকাঠামো নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৭৫ কোটি ডলার ও ওএলইডি উৎপাদন-সংশ্লিষ্ট সরঞ্জাম বাবদ ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪০০ কোটি ডলার। উভয় কারখানা স্থাপনের মোট ব্যয় ২ হাজার ১০০ কোটি ডলার হবে বলে মনে করা হচ্ছে।

শনিবার প্রকাশিত প্রতিবেদনে তথ্যমতে, স্যামসাং ডিসপ্লের পরিকল্পিত এ ওএলইডি উৎপাদন কারখানা হবে বিশ্বের সবচেয়ে বড় ডিসপ্লে উৎপাদন কারখানা। প্রতিষ্ঠানটির বিদ্যমান সবচেয়ে বড় কারখানার চেয়ে যার উৎপাদন সক্ষমতা ৩০ শতাংশের বেশি হবে।

স্যামসাং ডিসপ্লে এরই মধ্যে ‘এ৫’ নামে ষষ্ঠ প্রজন্মের ফ্লেক্সিবল ওএলইডি ডিসপ্লে উৎপাদন শুরু করেছে। বর্তমানে প্রতি মাসে ১ লাখ ৮০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ ৭০ হাজার ডিসপ্লে প্যানেল উৎপাদন সক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানটির। বিনিয়োগের মাধ্যমে গড়ে তোলা নতুন দুই কারখানা থেকে প্রতি মাসে আরো মোট ২ লাখ ৭০ হাজার ডিসপ্লে প্যানেল উৎপাদন সক্ষমতা অর্জনে কাজ করছে প্রতিষ্ঠানটি। অর্থাত্ প্রতি মাসে স্যামসাং ডিসপ্লের প্রত্যেকটি কারখানার উৎপাদন সক্ষমতা দাঁড়াবে ১ লাখ ৩৫ হাজার ডিসপ্লে প্যানেল। এ উৎপাদন সক্ষমতা অর্জন করতে চাইলে মোট ২ হাজার ১০ কোটি থেকে ২ হাজার ১০০ কোটি ডলার বিনিয়োগ করতে হবে প্রতিষ্ঠানটিকে।

২০১৫ সালের দ্বিতীয়ার্ধে ‘এ৩’ ওএলইডি কারখানার কার্যক্রম সম্প্রসারণ শুরু করেছিল স্যামসাং ডিসপ্লে। সে সময় মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের কাছ থেকে বিপুল পরিমাণ ওএলইডি ডিসপ্লে প্যানেল সরবরাহের নিশ্চয়তা পেয়ে এ উদ্যোগ নিয়েছিল প্রতিষ্ঠানটি।

গত ২৯ জুন আইফোন ডিভাইস উন্মোচনের এক দশক পূর্তি হয়েছে। স্মার্টফোন দুনিয়ায় সাড়া জাগানো স্মার্টফোন ব্র্যান্ড আইফোনের দশক পূর্তি উপলক্ষে বিশেষ সংস্করণ আনতে পারে অ্যাপল।

ধারণা করা হচ্ছে, এটি আইফোন ৮ হতে পারে। ডিভাইসটিতে ব্যবহার করা হতে পারে ৫ দশমিক ৮ ইঞ্চির কার্ভড ওএলইডি ডিসপ্লে। ডিভাইসটিতে থাকতে পারে থ্রিডি ফেসিয়াল স্ক্যানার। আইফোনের এ সংস্করণের জন্য ডিসপ্লে প্যানেল সরবরাহ করবে স্যামসাং ডিসপ্লে।

বিশ্লেষকদের মতে, স্যামসাং ডিসপ্লে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করলে ওএলইডি ডিসপ্লে প্যানেলের দাম কিছুটা কমতে পারে। পরিকল্পনামাফিক কার্যক্রম সম্পন্ন হলে ওএলইডি ডিসপ্লে ব্যবসা স্যামসাংয়ের ভবিষ্যত্ গুরুত্বপূর্ণ ব্যবসায় পরিণত হবে। প্রস্তাবিত নতুন ডিসপ্লে কারখানা স্থাপন সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। ২০১৯ সালের আগে নতুন কারখানা থেকে উৎপাদন শুরু সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।