Search
Close this search box.
Search
Close this search box.

লাইভ সংবাদ পড়তে পড়তে জ্ঞান হারালেন নারী সাংবাদিক

pakistani-reporterপুরুষ সাংবাদিকের পাশাপাশি তাল মিলিয়ে সংবাদ সংগ্রহের কাজ করছেন নারীরাও। সাংবাদিকদের অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে হয়। টেলিভিশন সাংবাদিকদের কখনও কখনও লাইভ কোনও ঘটনা দর্শকদেরকে আরও ভালোভাবে উপস্থাপন করতে এমন কিছু করতে হয় যাতে বিপদের সম্ভাবনা থাকে।

এমনই একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো। সংবাদ জানাতে জানাতে সংবাদের শিরোনাম হলেন এক নারী সাংবাদিক।

chardike-ad

গত বুধবার পাকিস্তানের একটি চ্যানেলের সাংবাদিক ইরজা খান ক্রেনে চড়ে ক্যামেরার সামনে সংবাদ পরিবেশন করছিলেন। প্রায় ৩০ ফুট উঁচুতে ছিলেন তিনি। লাহোরের তেহরিক-ই-ইনসাফ দলের সমাবেশের খবর করছিলেন ইরজা। হঠাৎ করেই তার কথা জড়িয়ে আসে। হাত থেকে পড়ে যায় বুম। জ্ঞান হারিয়ে মাথা ঘুরে নিচে পড়ে যান তিনি।

নিচে দাঁড়ানো লোকজন ধরে নেন তাকে। পরে হাসপাতালে নেয়া হয় তাকে। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান বলে পাকিস্তানি কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। যদিও পরে ইরজা খান তার ফেসবুক ও টুইটারে জানান তিনি বেঁচে আছে। তবে তিনি জ্ঞান হারিয়েছিলেন। এদিকে তার জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার সময়ে ধারণকৃত লাইভ ভিডিওটি ভাইরাল হয়ে যায় গণমাধ্যমে। দেখে নিন ভিডিওটি-