Search
Close this search box.
Search
Close this search box.

প্রবীণদের জন্য স্যামসাংয়ের স্মার্টফোন

২৭ আগষ্ট, ২০১৩:

প্রবীণদের জন্য আলাদা স্মার্টফোন বাজারে এনেছে ইলেক্ট্রনিক্স জায়ান্ট স্যামসাং। স্মার্টফোনটিতে আলাদা কিপ্যাডসহ ডুয়াল টাচস্ক্রিন রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম কোরিয়ান টাইমস ও প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট ডটকম।ফোল্ডার টাইপ ‘গ্যালাক্সি গোল্ডেন’ নামের এ স্মার্টফোনটির ৩.৭ ইঞ্চি পর্দায় অ্যাক্টিভ-ম্যাট্রিক্স অর্গানিক লাইট-এমিটিং ডায়োড (অ্যামোলিড) ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে ডুয়াল টাচস্ক্রিন।

chardike-ad

smartবিজনেস কার্ড রিকগনিশন ও এফএম রেডিও শোনার সুবিধাসহ সহজ হোমস্ক্রিন রয়েছে স্মার্টফোনটিতে।

১.৭ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসরের গ্যালাক্সি গোল্ডেন চলবে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন অপারেটিং সিস্টেমে। স্মার্টফোনটিতে আট মেগাপিক্সেল ক্যামেরা ও আলাদা আলফানিউমেরিক কিপ্যাড রয়েছে। সূত্রঃ বিডিনিউজ২৪.কম