শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৪ জুলাই ২০১৭, ৯:১২ পূর্বাহ্ন
শেয়ার

পৃথিবীর সবচেয়ে দুঃখী ৫ দেশ


কোন দেশই দুঃখী থাকতে চায়। তবু বিভিন্ন কারণে তারা সমস্যায় জর্জড়িত হয়ে পড়ে। এতে দুঃখী দেশের প্রত্যেক নাগরিক দুঃখী হয়। কিন্তু কীভাবে বুঝবো কোন দেশ দুঃখী? সে জন্যই প্রকাশিত হয়েছে পৃথিবীর সবচেয়ে দুঃখী দেশের তালিকা। কোন কোন দেশ সবচেয়ে দুঃখী দেখে নিন এক পলক।

africaআফ্রিকা: পৃথিবীর সবচেয়ে দুঃখী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। মাত্র ২ দশমিক ৫৯ পয়েন্ট পাওয়ায় বিশ্বের সবচেয়ে দুঃখী দেশ হয়েছে দেশটি।

burundiবুরুন্ডি: পৃথিবীর সবচেয়ে দুঃখী দেশের তালিকায় দ্বিতীয় সেরা দুঃখী দেশ হয়েছে বুরুন্ডি। তাদের পয়েন্ট ২ দশমিক ৯১।

tanjaniaতানজানিয়া: তৃতীয় সেরা দুঃখী দেশ তানজানিয়া। ৩ দশমিক ৩৫ পয়েন্ট পেয়ে তৃতীয় সেরা দুঃখী দেশ হয়েছে আফ্রিকার আরেক দেশ তানজানিয়া।

syriyaসিরিয়া: যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া সবচেয়ে দুঃখী দেশগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। চতুর্থ স্থান পাওয়া দেশটির পয়েন্ট ৩ দশমিক ৪৬।

টোগো এবং রুয়ান্ডা: আফ্রিকার দু’টি দেশের পর টোগো এবং রুয়ান্ডা যৌথভাবে পঞ্চম স্থান অর্জন করেছে। দেশ দু’টি ৩ দশমিক ৪৯ পয়েন্ট পেয়ে পঞ্চম দুঃখী দেশ নির্বাচিত হয়েছে।

আরো পড়ুনঃ পৃথিবীর সবচেয়ে সুখী ৫ দেশ