Search
Close this search box.
Search
Close this search box.

এলজি আনছে ‘জি প্যাড’

২৮ আগষ্ট, ২০১৩:

শিগগিরই ৮.৩ ইঞ্চি মাপের ট্যাবলেট কম্পিউটার ‘জি প্যাড’ বাজারে আনতে পারে এলজি। মুভপ্লেয়ার নামে দক্ষিণ কোরিয়ার একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এলজির নতুন স্মার্টফোন ‘জি২’-এর পাশাপাশি ‘জি প্যাড’ নামে একটি ট্যাবলেট তৈরি করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এ ছাড়াও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সাইটে ফাঁস হয়েছে এলজির ট্যাবলেটের তথ্য।

chardike-ad

521d8a65f1238-LG-Optimus-Pad-LTEএনডিটিভিতে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, জি প্যাড নকশার দিক থেকে জি২ স্মার্টফোনের মতোই হবে। উন্নত রেজুলেশনের ডিসপ্লেনির্ভর এলজির ট্যাবটি পাওয়া যাবে ওয়াই-ফাই ও ফোরজি সংস্করণে।
এর আগে ৭ আগস্ট ‘জি২’ নামের পেছনে হোম বাটনযুক্ত অভিনব নকশার একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে এলজি। জি২ স্মার্টফোনটিকে রয়েছে পাঁচ দশমিক দুই ইঞ্চি মাপের এইচডি পর্দা এবং কোয়ালকমের সর্বোচ্চ দুই দশমিক ২৬ গিগাহার্টজের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর। স্মার্টফোনটির সামনে দুই দশমিক এক মেগাপিক্সেল এবং পেছনে অপটিক্যাল স্ট্যাবিলাইজার সুবিধাযুক্ত ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সূত্রঃ প্রথম আলো