Search
Close this search box.
Search
Close this search box.

এবার সামরিক মহড়া চালাল দক্ষিণ কোরিয়া-আমেরিকা

south-korea-rocketআমেরিকা এবং দক্ষিণ কোরিয়া আজ (বুধবার) যৌথ সামরিক মহড়া চালিয়েছে। মহড়ার অংশ হিসেবে জাপান সাগরের দক্ষিণ কোরিয়ার পানিসীমার মধ্যেই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাত্র একদিন পরই আগাম কোনো ঘোষণা না দিয়ে এ মহড়া চালানো হলো।

দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনী বা ইউএসএফকের বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। মহড়ায় আমেরিকার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসিএমএস এবং কোরিয়ার হাইউনমো মিসাইল-২ ব্যবহার করা হয়েছে।

chardike-ad

বিবৃতিতে পিয়ংইয়ংয়ের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উত্তর কোরিয়ার গভীরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। এ ছাড়া, সব আবহাওয়ায়ও এটি কাজ করতে পারবে উল্লেখ করা হয়েছে।

গতকাল মার্কিন স্বাধীনতা বার্ষিকীর দিনে উত্তর কোরিয়া প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। হাওয়াসং-১৪ নামের ক্ষেপণাস্ত্রটি ৫৮০ মাইল পাড়ি দিয়ে জাপান সাগরের লক্ষ্যবস্তুতে সঠিক ভাবে আঘাত করেছে।