Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বের শীর্ষ ১০০ ধনীর তালিকার বাইরে স্যামসাং চেয়ারম্যান

২৮ আগষ্ট, ২০১৩:

স্যামসাং ইলেক্ট্রনিকসের চেয়ারম্যান ও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি লি গুন হে বিশ্বের শীর্ষ ১০০ ধনী ব্যক্তির তালিকা থেকে ছিটকে পড়েছেন। সম্প্রতি প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে লির অবস্থান ১০৭ নম্বরে। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ ১০২০ কোটি ইউএস ডলার যা গেলো বছরের শেষ সময়ের তুলনায় ১২০ কোটি কম।

chardike-ad

৭১ বছর বয়সী লি গত বছর থেকেই শীর্ষ ১০০ জনের মধ্যে অবস্থান করছিলেন। তবে স্যামসাং ইলেক্ট্রনিকসের ব্যবসায়িক মন্দায় এ বছরের শুরু থেকে তাঁর সম্পদের পরিমাণ হ্রাস পেতে শুরু করে। গত জুলাই থেকেই লি শীর্ষ ১০০ জনের তালিকার বাইরে রয়েছেন।

বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেক্ট্রনিকসের শেয়ারের দাম এ বছর এখন পর্যন্ত প্রায় ১৫ শতাংশ হ্রাস পেয়েছে। স্বল্পমূল্যের স্মার্টফোনে বাজার সয়লাব হয়ে যাওয়ায় স্যামসাংয়ের তুলনামূলক বেশী মূল্যের স্মার্টফোনগুলো বাজার হারাতে পারে এমন আশঙ্কায়ই স্যামসাংয়ের শেয়ারের দাম পড়ে যাচ্ছে।

feature_samsung14__05__inline304মোট ৭২৪০ কোটি ইউএস ডলার সমপরিমাণ মূল্যের সম্পদ নিয়ে বরাবরের মতোই তালিকার শীর্ষে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিল গেটস। তাঁর পরপরই রয়েছেন কার্লোস স্লিম, ম্যাক্সিকোর শীর্ষ মোবাইল ফোন অপারেটর অ্যামেরিকা মভিল এসএবির নিয়ন্ত্রকের মোট সম্পদের পরিমাণ ৬৫৬০ কোটি ইউএস ডলার। ৫৮৪০ কোটি ইউএস ডলারের সম্পদ নিয়ে তৃতীয় অবস্থানটি যুক্তরাষ্ট্রভিত্তিক শিল্প গ্রুপ বার্কশায়ার হাথাওয়ের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ওয়ারেন বাফেটের।

ব্লুমবার্গ কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের এ র‍্যাঙ্কিং প্রতিদিন হালনাগাদ করা হয়ে থাকে।