Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় অবৈধ ৩ লাখ ৮০ হাজার বাংলাদেশি শ্রমিক নিবন্ধিত

malaysiaমালয়েশিয়ায় ৩ লাখ ৮০ হাজার অবৈধ বাংলাদেশি শ্রমিক নিবন্ধিত হয়েছেন। মালয়েশিয়া সরকার ঘোষিত অবৈধ শ্রমিকদের বৈধতার জন্য রিহায়ারিংয়ের মাধ্যমে বৈধ হওয়ার জন্য বারবার আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ হাইকমিশন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ার অবৈধ বাংলাদেশিদের বৈধ অভিবাসী হতে এসব নিয়মাবলী অনুসরণ করে প্রয়োজনীয় কাজ শেষ করতে বলা হয়েছে।

এ বিষয়ে বুধবার মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মুহ: শহীদুল ইসলাম বলেন, গত ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৯২ হাজার ৭৯১ জন অবৈধ বাংলাদেশি শ্রমিক নিবন্ধিত হয়েছেন এবং ই-কার্ড পেয়েছেন। অন্য দেশের তুলনায় এ সংখ্যা অনেক বেশি। এছাড়া ই-কার্ড নিবন্ধনের সময় সীমা ৩০ জুন শেষ হলেও রি-হায়ারিং প্রক্রিয়া চালু রয়েছে।

chardike-ad

এ প্রক্রিয়া চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর । এ প্রক্রিয়ায় এ পর্যন্ত ২ লাখ ৮৭ হাজার ৩১১জন ৮৯ বাংলাদেশি অবৈধ শ্রমিক রেজিস্ট্রেশন করেছেন। যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তাদেরকে দ্রুত মাই-ইজি, ভক্তিমেঘা ও ইমান -এ তিনটি কোম্পানির মাধ্যমে রেজিস্ট্রেশন করার আহবান জানিয়েছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ডিফেন্স উইং প্রধান এয়ার কমডোর মো. হুমায়ূন কবির, দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ, মিনিস্টার (পলিটিক্যাল) রইছ হাসান সারোয়ার, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস, ফার্স্ট সেক্রেটারি (শ্রম) হেদায়েতুল ইসলাম মন্ডল, ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট ও ভিসা) মো. মশিউর রহমান তালুকদার, শ্রম শাখার ২য় সচিব মো. ফরিদ আহমদ প্রমুখ।