গত ৫ জুন সৌদি আরব ও মিশরসহ সাতটি দেশ কাতারের সঙ্গে ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে এ কূটনৈতিক টানাপড়েন কার্যত অবরোধে রূপ নেয়। আর এর পেছনে আমেরিকার মদদ ছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এ অবরোধে সমর্থন দিয়েছেন। কিন্তু কেন? এ প্রসঙ্গে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ট্রাম্পের বড় মেয়ে ইভানকার স্বামী জারেড কুশনারকে কাতার ঋণ না দেওয়ার এ অবরোধ আরোপ করা হয়েছে। জামাতা জারেড কুশনার হোয়াইট হাউজের জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্বে আছেন।
তথ্যে প্রকাশ, কাতারের রাজপরিবারের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল-থানির কাছ থেকে ৫০ কোটি মার্কিন ডলারের ঋণ নেওয়ার চেষ্টা করেছিলেন কুশনার। শেখ হামাদ বিন জসিম আল-থানি অর্থ দিতে রাজি হলেও নানা কারণে পরে নিজের অবস্থান থেকে সরে আসেন।
এই ঋণ প্রত্যাহারের কারণেই ক্ষিপ্ত কুশনার শ্বশুরের ক্ষমতা ব্যবহার করে কাতারের ওপর অবরোধ জারি করেন, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক।