Search
Close this search box.
Search
Close this search box.

একঘণ্টায় ২ হাজার ৬৮২টি বুকডন!

Carlton-Williams-australiaশারীরিক সামর্থ্যের চূড়ান্ত মাপকাঠি হিসেবে সাধারণত বুকডনকে বিবেচনা করা হয়। তবে আপনি যদি দেখেন এক ব্যক্তি একটার পর একটা বুকডন দিয়েই যাচ্ছেন। কোন ক্লান্তি নেই। এক ঘণ্টায় বুকডন দিলেন দুই হাজারের বেশি। তখন ভড়কে যাওয়াটাই স্বাভাবিক। এক ঘণ্টায় ২ হাজার ৬৮২টি বুকডন দিয়ে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার নাগরিক কার্লটন উইলিয়ামস।

অস্ট্রেলিয়ার বাসিন্দা কার্লটন উইলিয়ামসের বয়স ৫২ বছর। বুকডনের পুরনো রেকর্ডটিও উইলিয়ামসের। ২০১৫ সালে প্রথমবারের মতো এক ঘণ্টায় ২ হাজার ২২০টি বুকডন দিয়ে গিনেস বুকে নিজের নাম লেখান। এবার ৬০ মিনিটে তিনি বুকডন দেন ২ হাজার ৬৮২টি। এই শক্তিশালী মানুষটি পেশায় একজন নির্মাণশ্রমিক।

chardike-ad

বলা হচ্ছে, কার্লটন উইলিয়ামস কনুই ৯০ ডিগ্রির বেশি বাঁকাতে পারেননি। তবে বুকডন দেয়ার সময় মাঝে মাঝে ক্ষণিক সময়ের জন্য থেমে বিশ্রাম নিয়েছিলেন উইলিয়ামসন। তবে থেমে থাকেনি ঘড়ির কাঁটা।

কার্লটনের বুকডনের এই ভিডিও তোলপাড় সৃষ্টি করেছে পুরো বিশ্বে। সাধারণ মানুষ মন্তব্য করছে, কার্লটনের মানসিক ও শারীরিক সক্ষমতা স্বাভাবিক নয়। তবে কার্লটন বলেন, ‘দীর্ঘদিন ধরে অনুশীলনের ফল এটি। বুকডনে আমিই সেরা। আরেকবার নিজের রেকর্ড ভাঙতে চাই..।’