Search
Close this search box.
Search
Close this search box.

‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান মালয়েশিয়ায় আটক

adilurমালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে আটক হয়েছেন বাংলাদেশের মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে তাকে বিমানবন্দরে আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ‘অধিকার’- এর পরিচালক নাসির উদ্দিন এলান জানান, আদিলুর রহমান মানবাধিকার বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গিয়েছিলেন। আগামী ২২ জুলাই তার ঢাকায় ফেরার কথা ছিলো।

chardike-ad

তিনি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে আদিলুর রহমানকে আটক করে বিমানবন্দরেই একটি কক্ষে রাখা হয়েছে। খবর পেয়ে কনফারেন্সের আয়োজক ও সেখানকার মানবাধিকার আইনজীবীরা কুয়ালালামপুর বিমানবন্দরে রওনা দিয়েছেন।

মৃত্যুদণ্ড বিলোপ নিয়ে একটি সেমিনারে অংশ নেয়ার উদ্দেশ্যে মালয়েশিয়ায় গিয়েছিলেন তিনি। মালয়েশিয়ার মানবাধিকার সংগঠন সুরা রাকায়াত মালয়েশিয়া (সুয়ারাম) আদিলুর রহমানকে আটকের নিন্দা জানিয়েছে।

সুয়ারামের নির্বাহী পরিচালক সেভান ডোরেইসামি এক বিবৃতিতে বলেন, কেন আদিলুর রহমানকে আটক করা হয়েছে সকাল ১০টা পর্যন্ত ইমিগ্রেশন কর্মকর্তারা কোনো কারণ জানাতে পারেননি।

সূত্র: বিবিসি বাংলা।