sentbe-top

বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট কিম ইয়ং

ডেস্ক রিপোর্টঃ
বিশ্বব্যাংকের পরবর্তী ৫ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কিম ইয়ং জিম। বিশ্বব্যাংক নির্বাহী পরিচালকদের বৈঠকে তাকে এই মনোনয়ন দেওয়া হয়। আগামী জুলাই থেকে তিনি এই দায়িত্ব পালন করবেন। গতকাল বিশ্বব্যাংকের নির্বাহী কমিঠির বৈঠকে তিনজন প্রার্থী কিম, এন্টারিও এবং ওকোনজোর মধ্য থেকে কিমকে মনোনয়ন দেওয়া হয়। উল্লেখ্য গত ২৩মার্চ আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা কিমকে আমেরিকার নমিনেশন দেন।
সিউলে জন্ম নেওয়া কিম ই হলেন প্রথম এশিয়ান বংশোদ্ভুত যিনি বিস্বব্যাংকের প্রেসিডেন্ট হলেন। কিম ইয়ং ৫বছর বয়সে পরিবারের সাথে আমেরিকায় পাড়ি জমান। সেখানে তিনি পুরো পড়াশোনার জীবন শেষ করেন। তিনি বর্তমানে আমেরিকার ডারমাউথ কলেজের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করছেন। হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা কিম একাধারে বিশ্ব স্বাস্থ্যসংস্থা, হার্ভাড বিশ্ববিদ্যালয়, পাটনার্স ইন হেলথের গুরুত্বপুর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি পাটনার্স ইন হেলথের একজন প্রতিষ্টাতা। কিম একাধিক গুরুত্বপুর্ণ পদক লাভ করেন যার মধ্যে ম্যাককার্থার জিনিয়াস ফেলোশিফ (২০০৩) অন্যতম। ইউএস নিউজ এর রিপোর্টে তিনি ২০০৫ সালে আমেরিকার ২৫জন বেস্ট লিডারের একজন মনোনীত হন। টাইম ম্যাগাজিন ২০০৬সালে তাকে ১০০ জন প্রভাবশালী ব্যাক্তির একজন হিসেবে অবহিত করেন।এছাডা চিকিৎসা বিজ্ঞানে অবদানের জন্যও তিনি বিভিন্ন পুরস্কার লাভ করেন।

 

sentbe-top